০০ খারাপ স্বপ্ন
ভ্যালেরিয়ান আর লরেলাইন জুটির প্রথম এই অভিযানটি প্রকাশিত হয়েছিল শারদীয়া মুগ্ধবাংলা ১৪২৬-এ। কমিকসের অরিজিনাল ফাইলটি আমি হারিয়ে ফেলেছিলাম, তাই এতদিন এটা আলাদাভাবে শেয়ার করতে পারিনি। আজ বহু চেষ্টা করে এটি রিস্টোর করে এখানে দিলাম।
গ্যালাক্সিটির স্বপ্ন বিভাগে অন্তর্ঘাত করে শয়তান যমবুল পাড়ি দিয়েছে অতীতে, মহান জাদুকর বুড়ো আলবেরিকের সময়ে। তার পিছু নিতে ভ্যালেরিয়ান একা একা এসে পড়ল মহা ঝামেলায়! আলবেরিকের জাদু চুরি করে গোটা একটা দূর্গের লোকজনদের বীভৎস দৈত্যতে রূপান্তরিত করে ফেলে তাদের মালিক হয়ে বসেছে যমবুল! আর ঘুমঘুম জলা পার হতে গিয়ে টানা এক সপ্তাহ ঘুমিয়ে পড়ল ভ্যালেরিয়ান আর লরেলাইন।
25th November, 2023 6:46 PM
Comments
No Comments!